কোর্ট প্রতিবেদকঃ
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ বুধবার(২৭ এপ্রিল) দুপুরে এক রায়ে নাবালিকা অপহরণ ও ধর্ষণের দায়ে মনির হোসেন(২২) নামে এক যুবককে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসেন কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডিত মনির হোসেন মির্জাপুর উপজেলার কামারপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে প্রকাশ, বিগত ২০১৪ সালের ২৯ অক্টোবর মির্জাপুর উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী কবিতা রাজবংশীকে বিদ্যালয়ে যাওয়ার পথে মনির হোসেন ও তার ২-৩ বন্ধু অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করে এবং নিয়মিত ধর্ষণ করে।
এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা ফুলচান রাজবংশী মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর(সংশোধনী-২০০৩) ৭/৩০ ধারায় মনির ও তার বন্ধু মো. লাভলু মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মনির হোসেনের নামে আদালতে চার্জশিট দাখিল করে এবং ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মো. লাভলু মিয়াকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করে।
দীর্ঘ শুনানী শেষে বুধবার(২৭ এপ্রিল) দুপুরে ওই মামলায় টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ উল্লেখিত রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি একেএম নাছিমুল আক্তার, আসামী পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোস্তফা।