গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এফপিএবি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে জেলা সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে এফপিএবি কার্যালয়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে করনীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।