ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংগঠন আরপিডিও’র উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন : সমস্যা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল খামারবাড়ি মিলনায়তনে সোমবার(৩০ নভেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলির সভাপতিত্বে দিনব্যাপি আলোচনায় অংশ নেন, রামরু’র প্রকল্প সমন্বয়কারী আবুল বাশার, টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল বাছেদ, ডেমো মো. সামছুল আলম, অগ্রণী ব্যাংকের প্রতিনিধি মো. আবু তালিফ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. রুহুল আমীন প্রমুখ।
সভায় বক্তারা অভিবাসীদের নানাবিধ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে বিশদ অঅলোচনা করেন। মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কুমিল্লা ও চট্টগ্রামের ১৯ জন এনজিও ও এমআরপিসি অংশ গ্রহন করে। সভা পরিচালনা করেন, আরপিডিও’র প্রশিক্ষক নাজমা আকতার, তাকে সহযোগিতা করেন মো. আইয়ুব আলী।