গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহর নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। বড় সড়ক থেকে শুরু করে মহল্লার চাপা গলিতেও রশি দিয়ে টাঙানো হয়েছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টার। এসব পোস্টার শীতের কুয়াশাসৃষ্ট শিশির থেকে বাঁচাতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এ কারণে বাজারে পলিথিনের দামও বেড়ে গেছে কয়েক গুণ।
টাঙ্গাইল শহরের অন্যতম পাইকারি মার্কেট পাঁচআনি-ছয়আনি বাজার, মেইন রোড, মসজিদ রোড, পার্ক বাজারের প্রায় ২৫টি দোকানে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। নির্বাচনী পোস্টার মোড়ানোর কাজে ব্যবহার করায় বেড়ে গেছে পলিথিনের চাহিদা। পলিথিনের দোকানগুলোর দিকে দূর থেকে দেখলে প্রার্থীর নির্বাচনী ক্যাম্প বলে ভ্রম হয়। প্রতিটি দোকানের সামনে পলিথিনে মোড়ানো বিভিন্ন সাইজের পোস্টার ঝুঁলছে। পোস্টারের পলিথিন পাওয়ার জানান দিতে দোকানিরা এমন প্রচারণার কৌশল নিয়েছেন।
দোকানিরা বলছেন, চাহিদার তুলনায় প্রার্থীদের পোস্টারের জন্য প্রয়োজনীয় পলিথিন তারা সরবরাহ করতে পারছেন না। টাঙ্গাইলের বাজারগুলোতে পোস্টারের জন্য প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কেজি পলিথিন। সাগর মিয়া নামে এক দোকানি জানান, প্রতিদিন তারা গড়ে দেড় থেকে ২শ’ কেজি পলিথিন বিক্রি করছেন। দোকানিরা আরো জানায়, ১০০ পোস্টারের জন্য এক কেজি পলিথিন লাগে। চাহিদার কারণে কেজি প্রতি ২০-৩০ টাকা দাম বেড়ে গেছে।
টাঙ্গাইল পৌরসভার দু’জন মেয়র ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে ভোটের আগেই ‘নিষিদ্ধ পলিথিন’ ব্যবহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তারা জানান, শীতের কায়াশায় প্রতিদিনই শিশির পড়ছে। শিশিরে ভিজে লাগানো পোস্টার প্রতিদিনই খসে পড়ছে, এ থেকে পোস্টারগুলোকে রক্ষা করার জন্যই পলিথিন দিয়ে মুড়িয়ে টাঙানো হচ্ছে; এতে পোস্টারগুলো নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকবে। নির্বাচনের পর তারা নিজ উদ্যোগেই পোস্টারগুলো সরিয়ে নিবেন।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পলিথিন ব্যবহার সকলের জন্যই নিষিদ্ধ। প্রতিদ্বান্দ্ব প্রার্থীরা তাদের পোস্টারের সুরক্ষায় পলিথিন ব্যবহার করছে। তাছাড়া নির্বাচনী আচরণ বিধিতে এ সম্পর্কে কোন নির্দেশনা দেয়া নাই, এটা নির্বাচনী আচরণ বিধির সাথে সাংঘর্ষিক নয়।