মু: আবিদ মল্লিক জয়।।
টাঙ্গাইলের ৮টি পৌরসভার নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। এরই মধ্যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের করছেন। প্রার্থীরা এ পর্যন্ত ৫৭টি অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে প্রার্থীদেরও কারণ দর্শানোর নোটিশ দিচ্ছেন রিটানিং অফিসার।
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আনোয়ার হোসাইন জানান, জেলার ৮টি পৌরসভায় প্রার্থীরা এ পর্যন্ত ৫৭টি অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে তোরণ নির্মাণ, বিধিবহির্ভুতভাবে পোস্টার ছাপানো, ব্যানার টাঙ্গানো, মিটিং মিছিল করা, মাইকিং করা এবং ভোটারদের ভয়ভীতি দেখানো ও কর্মীদের প্রচারে বাঁধা দেয়া। এ সকল অভিযোগ যাচাই বাছাই করে অভিযুক্ত প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর অভিযুক্ত প্রার্থীর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। কমিশনের ৩১ ধারা মতে অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর ৬ মাসের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। এছাড়াও কমিশনে প্রস্তাব করলে কমিশন ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে পারেন।
এদিকে, টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় প্রতিদিন টহল দিচ্ছেন। কোন প্রকার আচরণ বিধি লংঘিত হচ্ছে কি-না বা আচরণ বিধি লংঘন করে পোস্টার, ব্যানার ও মাইকিং করলে জরিমানাসহ শাস্তি দিচ্ছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, টাঙ্গাইলের ৮টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীরা আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোন গোলমালের খরব পাওয়া যায়নি। তাই টাঙ্গাইলের পৌরসভাগুলোতে ভোটগ্রহনের দিন কোন প্রকার আইন শৃঙ্খলা বিঘিœত হবার সম্ভাবনা নেই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমান আদালত কাজ করছে এবং পুলিশ, বিজিবি, র্যাব ও আনছার সদস্যরা দায়িত্ব পালন করবেন।