
কালিহাতী ২৫ সেপ্টেম্বর: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতেই তার লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) গণবিপ্লবকে জানান, অজ্ঞাত মহিলাটি গাড়ীর চাপায় দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়। তার পড়নে ছিল নীল রংয়ের সেলোয়ার ও সাদা কালো রংয়ের ব্লাউজ, ও উচ্চতা ৪ ফুট ৫” ইঞ্চি, গায়ের রং ফর্সা। তার সম্পর্কে কোন তথ্য অথবা পরিচয় জানা থাকলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় জানানোর জন্য অনরোধ জানান ওসি। ওসি- ০১৭১৩৩৭৩৪৬৪ ডিউটি অফিসার ০১৭৬৯৬৯০৬৯৩ অথবা এসআই/ শফিকুল ইসলাম মোবাইল-০১৭১৩৫৪৫৪৩৭।