বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. জামিলুর রহমান মিরন (নৌকা) ৪৯ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মাহমুদুল হক সানু (ধানের শীষ) পেয়েছেন ২৪ হাজার ৬৪২ ভোট।
ভূঞাপুরে আওয়ামী লীগ প্রার্থী মাসুদুল হক মাসুদ(নৌকা) ৫ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আবদুল খালেক মন্ডল(ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ২৯৫ ভোট।
কালিহাতী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আলী আকবর জব্বার(ধানের শীষ) ৯ হাজার ১৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী বিকম(নৌকা) পেয়েছেন ৭ হাজার ৪৪৪ ভোট।
মির্জাপুর পৌরসভায় আওয়ামী লীগের সাহাদৎ হোসেন সুমন(নৌকা) ৯ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির হযরত আলী(ধানের শীষ) পান ৪ হাজার ৫০৫ ভোট।
গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের রকিবুল হক ছানা(নৌকা) ২১ হাজার ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল(ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫২৮ভোট।
মধুপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মাসুদ পারভেজ(নৌকা) ১৯ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র বিএনপির প্রার্থী সরকার শহীদুল ইসলাম(ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৩০ ভোট।
সখীপুরে আওয়ামী লীগের প্রার্থী আবু হানিফ আজাদ(নৌকা) ৯ হাজার ৭১২ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন সজীব(জগ প্রতীকে) পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট।
ধনবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন(নৌকা) ১১ হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী এএমএ ছোবহান(ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৬৪ভোট।
ভোট গণনা শেষে জেলার ৮টি পৌরসভার স্ব স্ব রিটানিং অফিসার উল্লেখিত বেসরকারি ফলাফল ঘোষণা করেন।