
টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের উদ্যোগে পথ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের জেলা পরিষদের পাশের বস্তির শিশু ও শহরের বিভিন্ন এলাকার পথশিশু ও সুবিধা বঞ্চিত দুই শতাধিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিয়া, প্রভাষক জাকিয়া সুলতানা, শিক্ষক রিয়ান রাজা, স্কাউট লিডার তাসলিমা আক্তার মনি, শিক্ষার্থী সাদিয়া ইসলাম, মাফিয়া আক্তার পায়েল প্রমুখ।
এ বিষয়ে শিক্ষার্থী সাদিয়া ইসলাম জানান, গত কয়েক দিন যাবত টাঙ্গাইলে প্রচুর শীত পড়েছে। এতে ছিন্নমূল ও পথ শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই চিন্তা থেকেই ও নিজেদের জমানো টাকা আর কলেজের কয়েকজন শিক্ষকের আর্থিক সহযোগিতা এই শীতবস্ত্র কেনা হয়েছে। শিশুদের পাশে দাঁড়াতে পেরে ভালই লাগছে।