গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রয়, মজুত ও বাণিজ্যিক উদ্দেশে ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৬ কেজি পলিথিন জব্দ করে। আদালত অভিযুক্ত ফজলু স্টোরের মালিক মো. ফজলু মিয়া ও খাজা স্টোরের মাহাবুবুর রহমানের কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম খান, পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ।