গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক ইকবাল হোসেন নিহতের ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসীর আগুনে চার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এলাকাবাসীকে ফুসলিয়ে একটি কুচক্রি মহলের তান্ডবে ওই চার পরিবার নিঃস্ব হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকলেও পরিকল্পিতভাবে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়ায় রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে পরিবারগুলো। সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে বহুলী পূর্বপাড়ার প্রবাসী মোস্তফার স্ত্রী আন্না বেগম, তার শাশুড়ি পানাউল্লার স্ত্রী হামেলা, আব্দুল বারেক, হবি ব্যাপারীর পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি(শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের গোলচত্তর নদীরপাড়ে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে ইকবালকে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল একজন পল্লী চিকিৎসক ও স্থানীয় বিকাশের এজেন্ট ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা বাবুল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে ১৩ ফেব্রুয়ারি(শনিবার) একটি কুচক্রি মহল এলাকাবাসীকে ফুসলিয়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নিরীহ চারটি পরিবারের বাড়িতে লুটপাট করে এবং আগুন লাগিয়ে দেয়।
পল্লী চিকিৎসক হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কাগজপত্র থেকে জানা যায়, হামলা ও লুটপাটের শিকার চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবারের কেউ মামলার আসামী নয়। অপর একটি পরিবারের মেয়ের জামাইকে মামলার আসামী করা হলেও শ্বশুরের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ঘটনার সুষ্ঠ বিচারের আশায় টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আমলি আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। পৃথক দু’টি মামলার বাদি দু’জন হলেও মামলা দু’টিতে মিলিত আটজনকেই আসামী করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছেন, পারবহুলী গ্রামের ফজল হকের ছেলে মহব্বত (৩০), মৃত ছানোয়ার বেপারীর ছেলে ফজল হক (৫৫), শামছুল হক (৬৫), সাহাদত (৪৫), আজাহারের ছেলে রজব (৩০), সাহাদতের ছেলে শওকত (২৫), আব্দুল গফুরের ছেলে মজিবর (৬০) ও আব্দুর রশিদ (৩৫)।
ষড়যন্ত্রের শিকার সম্বলহীন নিঃস্ব হওয়া ও মামলার বাদি আন্না বেগম বলেন, আমার স্বামী গত দুই বছর যাবত মালয়শিয়ায় কর্মরত। আমি দুই নাবালক সন্তানসহ শাশুরিকে নিয়ে কোন রকমে দিন কাটাচ্ছিলাম। যখন শুনলাম ‘ডাক্তার ভাইরে মাইরা ফালাইছে, আমারও খুব খারাপ লাগছে। ডাক্তার ভাই খুব ভাল মানুষ ছিলেন’। ঘটনার পরের দিন সকালে তার বাড়িতে এসে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে এমন অভিযোগ করে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি তাদের কাছে কত কাকুতি মিনতি করলাম কোন লাভ হলো না। আমার বাচ্চা দুটোকে মেরে ফেলার হুমকি দিলে অবশেষে আমি বাঁশতলায় গিয়ে আশ্রয় নেই। আমার ট্রাঙ্কের তালা ভেঙ্গে সব কিছু নিয়ে ওরা আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রেহাই দেয় না আমার শাশুরির ঘরকেও। সে ঘরেও লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয় ওই কুচক্রি মহল। আমরা এখন নিঃস্ব, কোথায় দাঁড়াবো আমরা। মামলার বিষয়ে জানতে চাইলে আন্না বলেন, আমিতো আর ইকবাল হত্যা মামলার আসামী না, আমার বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ওরা। আমার বাড়িতে যারা লুটপাট করে আগুন দিয়েছে, আমি তাদের নামে মামলা দিয়েছি। মামলা করেও বিপদে আছি। আমার স্বামী মোস্তফা বিদেশে থাকে। মামলা তুলে না নিলে আসামীরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
হামলার শিকার ও অপর মামলার বাদী আব্দুল বারেক বলেন, আমি মামলার আসামী নই। বাজারে ছোট্ট একটা দোকান করে কোন রকমে সংসার চালাই। আমার দোকানটাও পুড়িয়ে দিয়েছে ওরা। আমার বাড়ি-ঘর লুটপাট করে আমার বাড়িতেও আগুন দিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। ডাক্তার সাব খুব ভাল মানুষ ছিল। তার সবগুলো ভাই ভাল মানুষ। তারে যারা মেরেছে আমি তাদের বিচার চাই। যারা আমার সব নিয়ে গেল, আগুনে আমার বসতঘর জ্বালিয়ে দিলো তাদেরও আমি কঠিন বিচার চাই।
হামলার আরেক শিকার কাঠ ব্যবসায়ী হবি বেপারী বলেন, আমার মেয়ের জামাইকে ইকবাল হত্যা মামলার আসামী করা হয়েছে। যদি সে দোষী হয়ে থাকে তাহলে শাস্তি পাক আমিও চাই। কিন্তু আমার বাড়ি-ঘর লুটপাট করে সব জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যারা আমি তাদের বিচার চাই।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী ও আনোয়ার হোসেন জানান, যারা হত্যা মামলার আসামী তাদের বিষয় ভিন্ন। কিন্তু নিরীহ মানুষগুলোর বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে দেখে আমরা বাধা দেই। কিন্তু তারা কেউ আমাদের কথা আমলে নেয় নাই। অপরাধী যেই হোক হত্যা মামলায় জড়িত প্রকৃত আসামীরা যেন সাজা পায়। পাশাপাশি নিরীহ নিরপরাধ পরিবারগুলোর উপর যারা বর্বরোচিত হামলা চালিয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।