মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ভাসানীর মাজার প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ভাসানী মেলার শুরু হয়েছে। শুক্রবার(১৩ নভেম্বর) সন্ধ্যার পর মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এ সময় দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সভাপতি খন্দকার নাজিম উদ্দিন ও সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মওলানা ভাসানীর জীবন দর্শন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও কৃষি বিষয়ক এ মেলা চলবে আগামী ১৭ নভেম্বর(মঙ্গলবার) পর্যন্ত। মেলার আয়োজন করেছে ভাসানী ফাউন্ডেশন।
মেলায় প্রতিদিন বিকালে মওলানা ভাসানীর জীবন দর্শন সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। মেলায় শতাধিক স্টল অংশগ্রহণ করছে।