
এসো সবাই লিখি পড়ি,আলোকিত জীবন গড়ি এই প্রতিপাদ্যেকে সমানে নিয়ে টাঙ্গাইলে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলার দাপনাজোরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ.কে.এম বজলুর রশীদ তালুকদার, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক,টাঙ্গাইল উদয়ের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্র প্রমুখ।
এসময় ৩০জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়।