গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের প্রশিক্ষণার্থী এক শিক্ষিকার সাথে আপত্তিকর আচরণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষকরা। মঙ্গলবার(৮ মার্চ) দুপুরে প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট(পিটিআই) চত্বরে শারীরিক প্রশিক্ষক আবুল কালাম আজাদের অপসারণসহ নানা অনিয়ম ও আপত্তিকর আচরণের অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রশিক্ষণার্থীদের অভিযোগে জানা যায়, মঙ্গলবার(৮ মার্চ) দুপুরে শারীরিক প্রশিক্ষক আবুল কালাম আজাদ খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা খন্দকারের সাথে অসৌজন্য আচরণ করেন। তাকে আপত্তিকর প্রস্তাব দেন এবং তা মানতে রাজি না হওয়ায় শাহিনা খন্দকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণার্থীরা আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে এ কর্মসূচি পালন করে।
জানাগেছে, ২০১৬-১৭ সালের ডিপিএড প্রশিক্ষণার্থী রয়েছেন ১৭৮জন। তারা সবাই টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে চলতি বছরের জানুয়ারি থেকে এক বছরের ডিপিএড ট্রেনিং গ্রহণ করছেন। ট্রেনিং গ্রহণের ভর্তি ফি জনপ্রতি সাড়ে চার হাজার টাকা গ্রহণ করা সত্তেও তিন হাজার ৯০০ টাকার আদায় রশিদ প্রদান করা হয়েছে। হোস্টেলে থাকা বাবদ ৩০০ টাকা ও খাওয়া বাবদ দুই হাজার টাকা গ্রহন করা হলেও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক কর্মচারীদের খাওয়ার ব্যবস্থা এ হোস্টেল থেকেই চালানো হচ্ছে। এছাড়া, প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে নানা ধরনের অশালীন আচরণ চালায় বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের(পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহছেনা খাতুুন জানান, প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষ থেকে কোনরূপ আপত্তিকর আচরণের অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে এর সত্যতা যাচাই বাছাইয়ের পরে ব্যবস্থা গ্রহণ করবেন।