ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কোর্ট চত্তরে শীতের পুরাতন পোশাক বিক্রির বাজার জমে ওঠেছে। ব্যবসায়ীরা পৌষ ও মাঘ মাসের হাঁড় কাঁপানো শীতকে সামনে রেখে জেঁকে বসেছেন কোর্ট ও ডিস্ট্রিক্ট এলাকার খোলা জায়গায়। শীতের আগমনে গরম পোশাক কিনতে ভির করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পা থেকে মাথা পযন্ত শীত নিবারণের সব ধরণের গরম কাপড় পাওয়া যাচ্ছে ওই বাজারে। জেলা বেশি আয়ের মানুষরা বিভিন্ন নামি-দামি মার্কেট ও শপিং মল থেকে শীতবস্ত্র কিনতে পারলেও গরিব ও নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা টাঙ্গাইলের কোর্ট চত্তর ও ডিস্ট্রিক্ট এলাকার হকার মার্কেট। এ মার্কেটে সাধারণত পুরনো কাপড় বিক্রি করা হয়। দামও সাধারণ ক্রেতাদের নাগালে, সেজন্যই নিম্ন আয়ের মানুষের ভির বেশি; তবে বেশি আয়ের মানুষের আনাগোনাও কম নয়। কোর্ট চত্তর ও ডিস্ট্রিক্ট এলাকার খোলা মাঠের শীতের কাপড়ের মার্কেটটি মূলত গরিবের মার্কেট হিসেবে পরিচিত। এখানকার হকারদের দোকানগুলোতে ১০ টাকা থেকে শুরু করে হাজার টাকা মূল্যের কাপড় পাওয়া যায়।
কোর্ট চত্তরের পুরাতন কাপড় ব্যবসায়ী মোহাম্মদ আয়নাল হক, সজিব মিয়া সহ অনেকেই জানান, সোয়েটার, ট্র্যাকশো’, মোজা, টুপি, ট্রউজারসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় বিক্রি করে থাকেন তারা। চট্টগ্রামের আমিন মার্কেট থেকে ‘বেল্ট’ হিসেবে শীতের পুরাতন কাপড় নিয়ে আসেন। বিভিন্ন ধরনের বেল বিভিন্ন রকমের। সোয়েটারের ছোট বেল ৬ হাজার টাকা, ট্র্যাকশো’র ব্যাগ ১৮ হাজার টাকা, বড় সোয়েটার ১৫ হাজার টাকা ইত্যাদি দামে তারা কিনে আনেন। বেল্ট খুলে কাপড়ের সাইজ দেখে ক্রয় মূল্যের সাথে লভ্যাংশ যোগ করে তারা বিক্রির দাম হাঁকেন। ক্রেতারা দামদর করে কিনে নেন। এতে তারা বেশ লাভবান হন। গত বছর আয়নাল হক ৬০ হাজার টাকা পুঁজি খাটিয়ে লাভ করেন ১ লাখ টাকা। অন্যরাও তাঁর মতোই লাভবান হন। তারা আরো জানান, এ মার্কেটে ৫ টাকা থেকে শুরু করে হাজার টাকা মূল্যের শীতের সব ধরণের কাপড় পাওয়া যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত এখানকার দোনগুলোতে বিকিকিনি চলে।