আল-আমিন খানঃ
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে বিনিময় গাড়ির চালক রাজীবকে(৩০) মারপিটের ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে রাবনা বাইপাসে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পুলিশব ক্সভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়কে টায়ার জ্বালিয়ে এলোপাতারি গাড়ি রেখে অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় মহাসড়কের দুই পাশে ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মো. আসলাম-এর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জানা যায়, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গার পৌলী ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে সাদা একটি পিকআপ ওভারটেক করার চেষ্টা করে। ওই পিকআপটি ওভারটেক করতে না পাড়ায় মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস রাবনায় পৌঁছে বিনিময় গাড়িটির সামনে গিয়ে গতিরোধ করে এবং গাড়ির চালক রাজীবকে নামিয়ে পুলিশ পরিচয়ে ব্যাপক মারধর করে। এতে রাজিবের মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর টাঙ্গাইল বাসস্ট্যান্ড সহ শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকে। তারা বাস টার্মিনালের যান চলাচল বন্ধ করে দেয়। এক দল শ্রমিক রাবনা বাইপাসে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম মিয়া শ্রমিক নেতাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ১ ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আহত বাস চালক রাজিব জানান, পৌলী ব্রিজের কাছে একটি সাদা রঙের পিকআপ ওভারটেক করে সামনে এসে গতিরোধ করে এবং পিকআপ থেকে ৩-৪ জন সাদা পোষাকের পুলিশ নেমে এসে তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর লুফর রহমান লালজু সহ বাস-কোচ মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম মিয়া শ্রমিক নেতাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আসলাম জানান, টাঙ্গাইলে সাদা পিকআপ নিয়ে আজকে(বুধবার) পুলিশের কোন টহল বা ডিউটি ছিলনা। টাঙ্গাইল জেলার পুলিশ এ ঘটনার সাথে জড়িত নয়। বিষয়টি তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা গ্রহণ করা হবে।