গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে পুলিশের বাসে হামলা করেছে ধর্মঘটী সিএনজি অটোরিক্সা শমিকরা। রোববার(২ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের পুটিয়াজানি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে টাঙ্গাইল জেলায় রোববার সকাল থেকে শ্রমিকদের টানা ৪৮ ঘন্টা ধর্মঘট পালন করা হচ্ছে। সিএনজি চালিত অটোরিক্সা ও টেম্পু চলাচল বন্ধ থাকায় রোববার ভোর থেকে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। যাত্রিবাহী বাস পর্যাপ্ত না থাকায় তারা অভ্যন্তরীণ সড়কগুলোতে যাতায়াত করতে পারছে না। সিএনজি অটোরিক্সা চলাচল না করায় টাঙ্গাইল জেলার সাথে বাসাইল, সখীপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, গোপালপুর, মধুপুর, ধনবাড়িসহ বিভিন্ন উপজেলা সড়কগুলোতে চলাচল করা মানুষ চরম বিপাকে পড়তে হচ্ছে।
জানা যায়, রোববার মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে টাঙ্গাইল পুলিশ লাইন ও মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইনের পুলিশ সদস্যদের মধ্যে ফুটবল খেলার কথা ছিল। সেই খেলায় অংশ নিতে টাঙ্গাইল পুলিশ লাইনের পুলিশ খেলোয়ার সদস্যরা একটি ধলেশ্বরী নামক মিনিবাস যোগে মানিকগঞ্জে যাচ্ছিল। স্থানীয় সড়কে সিএনজির পরিবর্তে বাস সার্ভিস চালু করা হয়েছে এই ভেবে আন্দোলনরত সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকরা পুলিশ বাসের উপর হামলা চালায়। এ সময় বাসের কিছু গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন পুলিশ খেলোয়ার সদস্য আহত হয়। পরে টাঙ্গাইল পুলিশ লাইন ও দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে, জেলার ভূঞাপুর উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতি পৃথকভাবে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সিএনজি ও টেম্পু পার্কিং করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সিএনজি, টেম্পু, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম বাবলু।