গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৮ মে) বিকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহ্ফুজুল হক নূরুজ্জামান বিপিএম-বার, পিপিএম।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া, পুলিশ লাইনের ভারপ্রাপ্ত আরআই মোহাম্মদ আব্দুল হাকিম, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআইজি এসএম মাহ্ফুজুল হক নূরুজ্জামান বিপিএম-বার, পিপিএম বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপন করেন। তিনি পরিদর্শনকালে বিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে পরিচিত হন এবং সার্বিক দিক নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন। নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।