গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার ৮টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। পৌরসভাগুলো হচ্ছে ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল, সখীপুর ও মির্জাপুর।
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্ব স্ব পৌরসভার রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দেন।
টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন, আওয়ামীলীগের জামিলুর রহমান মিরণ, বিএনপির মাহমুদূল হক সানু, জাতীয় পার্টির(এরশাদ) মো. মোজাম্মেল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল কাদের ও খেলাফত মজলিসের হাসানাত আল আমিন।
কালিহাতী পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের আনছার আলী বিকম, বিএনপির আলী আকবর জব্বার, উপজেলা আ’লীগের সদস্য হুমায়ুন খালিদ ও শহীদুল ইসলাম শহীদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূঞাপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন, আওয়ামীলীগের মাসুদুল হক মাসুদ, বিএনপির আলহাজ আব্দুল খালেক মন্ডল। উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
মধুপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের মাসুদ পারভেজ, বিএনপির শহীদুল ইসলাম সরকার(সরকার শহীদ) ও খেলাফত মজলিসের হারুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির আব্দুস সোবহান, জাতীয়পার্টির(এরশাদ) ফেরদৌস রহমান ও উপজেলা আ’লীগ নেতা হেলাল বকল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মির্জাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের শাহাদত হোসেন সুমন, বিএনপির হযরত আলী মিঞা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানাগেছে।