গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের ৮টি পৌরসভার ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সব ধরণের বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট প্রয়োগ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন। তবুও কোন কোন প্রার্থী ও ভোটার সংশয় প্রকাশ করছেন। তাদের প্রশ্ন নির্বিঘ্নে ভোট প্রয়োগ হবে তো ? তবে প্রশাসন ভোটারদের স্বার্থে কতটুকু নিরাপত্তার আয়োজন করেছিল তা দেখার জন্য ভোট গ্রহন ও গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাঙ্গাইলের ৮ পৌরসভার মোট ১২১টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল সদর পৌরসভার ৩৯টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ হচ্ছে ২১টি কেন্দ্র। জেলা রিটনিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি আরো বলেন, প্রতিটি ঝুকিপূর্ণ কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সদর পৌরসভায় ২ প্লাটুন ও বাকী ৭টি পৌরসভায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতোমধ্যে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্টেট নির্বাচনী এলাকায় কাজ করছে।
উল্লে¬খ্য, টাঙ্গাইলে মোট ৮টি পৌরসভায় ২৯ জন মেয়র প্রার্থী, ৩০৪ জন সাধারণ কাউন্সিলর ও ১০৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৫৩ জন।