গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে প্রটিনা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্য থেকে আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্পে ‘উদ্যোক্তা তৈরিকরণ ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
প্রটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপারসন মাসুদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এমারজিং কর্পোরেট অ্যান্ড ¯েপশাল প্রোগ্রাম ডিভিশন, মোহম্মাদ ইকবাল, প্রিমিয়ার ব্যাংক লি. (টাঙ্গাইল শাখা) ব্রাঞ্চ ম্যানেজার মো. কামাল হোসেন এবং প্রটিনা রিসার্চ ফাউন্ডেশনের গবেষকবৃন্দ। নবনির্মিত প্রতিবন্ধী সংগঠন ‘গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র’-এর আহবায়ক সিফাত মোহাম্মাদ আরেফিন ও অর্ধ শতাধিক প্রতিবন্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধীদের সাথে মত বিনিময় ও সেখান থেকে প্রশিক্ষণের উপযোগী প্রতিবন্ধী বাছাই করে তাদেরকে খাদ্য প্রক্রিয়াজাত, মোড়কজাত, ব্যাবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় উদ্বুদ্ধ ও কর্মদক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করতে প্রটিনা রিসার্চ ফাউন্ডেশন ওই কর্মশালার আয়োজন করে।
মধুপুর উপজেলা থেকে সংগৃহীত আনারস প্রক্রিয়াজাত শিল্পের ক্ষেত্রে উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বাজার ও বিপনণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি, প্রশিক্ষণ, আর্থিক ঋণ সহায়তা পাওয়ার উৎস ও উপায় ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সম্ভাব্য সকল ধরনের পরামর্শ ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।