ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে সোমবার(১৪ মার্চ) সন্ধ্যায় প্রাইভেটকারের ধাক্কায় মজিবুর রহমান খান(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের খামার পাড়া গ্রামের মৃত রহিমুদ্দিন খানের ছেলে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, সোমবার(১৪ মার্চ) সন্ধ্যার কিছু আগে স্থানীয় মসজিদে নামাজ পড়তে মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার মজিবুর রহমান খানকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। আহতাবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সল্লা জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়।