গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বুধবার(১১ নভেম্বর) র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) আবু আব্দুল্লা মো. ছায়দুল্লাহ, সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম। এ সময় স্টেশনের অনান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। এরআগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যানবাহন ও বাদ্যযন্ত্র নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় শহরবাসীর দৃষ্টি আকর্ষন করে। পরে অগ্নিনির্বাপণী সরঞ্জাম ও মহড়া প্রর্দশন করা হয়।