
কালিহাতী ২ সেপ্টেম্বর: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু এলাকায় গোলচত্বর থেকে ফেন্সিডিলসহ বাস চালক ও কন্ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) হিমেল সীমান্ত পরিবহন বাসে তল্লাশি করে ১৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার ধলাপাড়া শ্যামচালা (তেতুলিয়া) গ্রামের আবু বক্কর সিদ্দিক’র ছেলে বাসর চালক মো. শফিকুল ইসলাম ওরফে রফিক (৩৮) ও নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান সরকারের ছেলে বাসের কন্ট্রাক্টর মো. এরশাদ আলী (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন গণবিপ্লবকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গোলচত্বর এলাকায় হিমেল সীমান্ত পরিবহন বাসে তল্লাশী করা হয়। এসময় ১৮ বোতল ফেন্সিডিল সহ বাস চালক ও কন্ট্রাক্টরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।