গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৭ মার্চ) জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, জন্মদিনের কেক কাটা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, শিশু পরিবার-এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গীতি নাট্য পরিবেশন, পুরস্কার বিতরন ইত্যাদি।
জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভাসানী হলে জাতির জনক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ।
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা এসব কর্মসূচিতে অংশ নেয়।