গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুরে বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সর্বহারা গ্রুপের তিন আঞ্চলিক নেতা নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার দোহাজানী গ্রামের মহর পাগলার ছেলে ওমর আলী (৩৪), খুদ্দযুগনী গ্রামের আব্দুর রহিমের ছেলে সাদ্দাম (৩০) ও বেগুনটাল গ্রামের রবিউল্লাহর ছেলে কাশেম (৩৫)। এ সময় র্যাবের তিন সদস্যও আহত হন।
টাঙ্গাইল র্যাবের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সর্বহারা গ্রুপের কয়েকজন আঞ্চলিক নেতা সদর উপজেলার ওমরপুরে একটি বাড়িতে বসে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছে-এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সর্বহারা দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে ওই তিন নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের তিন সদস্যও আহত হয়, তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আহতরা হচ্ছেন, টাঙ্গাইল র্যাবের এসআই শামসুজ্জামান, সার্জেন্ট তৈমুর ও কর্পোরাল মোহাম্মদ আলী।
র্যাব কমান্ডার আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি ও একটি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, গুম ও চাঁদাবাজিসহ ১১-১২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।