গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী হাটখোলার পাশে বুধবার(৬ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির(এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা ফজল ড্রাইভার (৪০) ও তার সহযোগী উজ্জ্বল (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ এর ৩ নং কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল সদর উপজেলার যুগনী হাটখোলা এলাকায় চরমপন্থিরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা র্যাবের উপর গুলি ছুঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোলাগুলির এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন, তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ফজলুর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানা সহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।