গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হয়েছেন। এ সময় ১০ ডাকাতকে আটক এবং ১টি বিদেশী পিস্তল, ১০টি দেশী অস্ত্র, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ঘর ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার(৪ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মাগুরআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার মোস্তফার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী গ্রামের তফিল উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে কর্মরত র্যাব সদর উপজেলার মাগুরআটা গ্রামে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ২টি হাতবোমা ছোড়ে। পরে র্যাব পাল্টা গুলি চালালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হন। এ সময় ২ র্যাব সদস্যও আহত হন।
এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক এবং ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১০টি দেশী অস্ত্র, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ঘর ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।