গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের ৯টি উপজেলায় সাম্প্রতিক বন্যার কারণে মৎস্য চাষীদের প্রায় দুই কেটি ১২ লাখ টাকার ক্ষক্ষতি হয়েছে। এরমধ্যে এক কোটি ৪৬ লাখ টাকা মূল্যের ১৩৬ টান মাছ এবং সাড়ে ৩৪ টন মাছের খাবার, পুকুর ও মাছের ঘের ডুবে সাড়ে ৩৬ লাখ টাকার মাছ পানিতে ভেসে যায় এবং বাকি ৩০ লাখ টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি।
জেলা মৎস্য অধিদপ্তরের হিসাব মতে, টাঙ্গাইল জেলায় মোট ৮১০ টি পুকুর ও ১১৭ হেক্টর জলাশয় বন্যার পানিতে আক্রান্ত হয়। নাগরপুর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নাগরপুরে প্রায় ৪৭ লাখ ৯ হাজার, দেলদুয়ারে টাকা ৩৩ লাখ, ভূঞাপুরে টাকা ২৬ লাখ ১ হাজার, টাঙ্গাইল সদরে ২৭ লাখ, কালিহাতীতে ২৩ লাখ ৭ হাজার, গোপালপুর ২০ লাখ, বাসাইল ১৯ লাখ, ধনবাড়ীতে ১২ লাখ এবং মির্জাপুরে ৪ লাখ ২৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, তারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির আনুমানিক একটা হিসাব করেছেন এবং তা মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মৎস্য অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রণোদনা হিসেবে আর্থিক সাহায্য দেয়ার চেষ্টা করছে। প্রণোদনা এলে দ্রুত ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে বিতরণ করা হবে।