গণবিপ্লব রিপোর্টঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মঙ্গলবার(৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমএ ছাত্তার উকিলের সভাপতিত্বে মানবাধিকার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মীর মিজানুর রহমান, টাঙ্গাইল জেলা শাখার কার্যকরী সভাপতি নাসরিন জাহান খান বিউটি, সহ-সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ। মাসিক ওই সমন্বয় সভায় টাঙ্গাইলের প্রতিটি উপজেলা শাখা ও টাঙ্গাইল পৌর শাখার মানবাধিকার কর্মীরা অংশগ্রহন করেন।