গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) উদ্যোগে সোমবার(৮ ফেব্রুয়ারি) টাইমস্কেল পুন:বহাল সহ শর্তহীনভাবে অষ্টম পে-স্কেলে অন্তর্ভুক্তি সহ ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় জেলা বাকশিস’র উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাকশিস’র সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, সহ-সভাপতি অধ্যক্ষ মিনজুর রহমান, যুগ্ম- সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আনন্দ মোহন দত্ত, অধ্যক্ষ দোলোয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম শাহিন প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।