টাঙ্গাইল ২৬ ফেব্রুয়ারি : টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট সহকারি সমিতির তিন দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে। মাঠ পর্যায়ের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ে ১৩ হতে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ সংক্রান্ত ন্যায্য দাবী দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ৩ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে টাঙ্গাইলেও পালন করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছে গত ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ট্রেজারি শাখার উচ্চমান সহকারি মো. মজিবর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সংস্থাপন শাখার উচ্চমান সহকারি মো. আব্দুল হামিদ, নেজারত শাখার নাজির জয়নাল আবেদিন খান, সমিতির সহ-সভাপতি এসএম শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালিব সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রাজিবুল হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-দপ্তর সম্পাদক খন্দকার তানভীর আহমেদ, সদস্য মো. শরিফুল ইসলাম সহ কালেক্টর সহকারি সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন কাজে সেবা ও সহযোগিতা নিতে আসা লোকজন জানায় এই কর্মবিরতির কারণে তারা জেলা প্রশাসকের সাথে দেখা করতে পারছেন না। এমনকি তারা তারা যে কাজে এসেছেন সে কাজটি করতে পারছেন না।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম গণবিপ্লবকে বলেন, সারাদেশ ব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে যারা কর্মচারী রয়েছেন তারা বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করছেন। আমাদের এখানেও তারা কর্মবিরতিতে রয়েছেন। এ কারণে অনেক সেবা প্রার্থীরা এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। এ বিষয়ে আমরা কেবিনেট ডিভিশন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সকল জেলা প্রশাসকই করেছেন। আমরা জানতে পেরেছি এ বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। তাদের যে দাবীগুলো রয়েছে এগুলো যৌক্তিক বলে আমরা মনে করি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিতে সেটা লিখেছি। ইতিমধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দিয়েছে। এটা বাস্তবায়নের জন্য তারা কাজ করছেন। আমরা আশা করি খুব শীঘ্রই ওদের যে দাবী গুলো রয়েছে কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।