গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ফারুক আহমদ হত্যার প্রতিবাদে গত ২০ জানুয়ারি ২০১৩ সালে হরতাল চলাকালে শহরের বেতকা-আমিন বাজার নামক স্থানে চিহ্নত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল কাদের বাপন এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার(১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের লোকজন।
লিখিত বক্তব্য পাঠ করেন, নিহতের মা ফাতেমা বেগম । তিনি অভিযোগ করে বলেন, আমি একজন সন্তান হারা-দুঃখী মা। রশিদ কসাই আমার ছেলে আব্দুল কাদের বাপনকে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে আমি বাদি হয়ে টাঙ্গাইল থানায় মামলা করি। বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ কোর্টে মামলা চলছে। আসামীরা মামলা তুলে নিতে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যাদেকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
এসময় তিনি আরো বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করছি, আমার ছেলের হত্যাকারীদের সঠিক বিচার করা হোক। আসামীদের হুমকি-ধামকির হাত থেকে রক্ষা পাই এবং সুষ্ঠুভাবে মামলা পরিচালনা করে আমার সন্তান হত্যার বিচার পাই। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।