গণবিপ্লব রিপোর্টঃ
[vsw id=”jSSef43IaJw” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে প্রচার প্রচারনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ আগস্ট সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছানোয়ারুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমূখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী, শিক্ষক, প্রিন্ট ও ইলেককট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।