টাঙ্গাইল প্রতিনিধি
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে সোমবার(৪ জুলাই) সকালে বাসের ধাক্কায় চায়না বেগম(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার দশাকিয়া ইউনিয়নের উওর পাড়া গ্রামের ভোলা মন্ডলের স্ত্রী।
পুলিশ জানায়, ওই বৃদ্ধা সোমবার(৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সল্লা মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে মহাসড়ক পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। ঘর্টনারস্থলেই তার মৃত্যু হয় ।