
টাঙ্গাইল ২৬ মার্চ : বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার ১৬নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সাবান ও মাক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ।
এ সময় উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, যুবদল নেতা তৌহিদ লিখন, স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক সৈয়দ জনি, ছাত্রদল নেতা রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে দুইশত সাবান ও মাক্স দেয়া হয়।