গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে পুলিশি বাঁধায় পরে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন পন্ড হয়েছে। মঙ্গলবার(৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হতে থাকে। পরে মিছিলটি পৌর উদ্যানের পশ্চিম গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের তুমুল বাকবিতন্ডা হয়। পরে পুলিশ মারমুখী অবস্থান নিলে র্যালি ও সমাবেশ পন্ড হয়ে যায়। নেতাকর্মীরা বাধ্য হয়ে পৌর উদ্যানের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামিল শাহীন, আতাউর রহমান জিন্না, কাজী শফিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম.মনিরুল হক মনির, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।