গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক স্মরণে রোববার(২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্নাফৈর বাজারে অনুষ্ঠিত হয়েছে। নিহত ফারুকের স্মরণ সভায় অভিযোগ করা হয়, হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে তার পরিবারের সদস্য ও মামলার বাদিকে নানা ভাবে হুমকি দিচ্ছে।
ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি মো. আবুল কালাম মোস্তফা লাবু।
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর সকালে শহরের বটতলা কাঁচাবাজারে সন্ত্রাসীরা তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ফারুককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।