গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহরের দেওলাস্থ বাংলা-জার্মান সম্প্রীতির(বিজিএস) ভিটিসি হলরুমে ইলেকট্রিক্যাল ট্রেডের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সিয়েপ(siep) প্রকল্পের আওতায় রোববার(৩১ জানুয়ারি) দুপুরে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা-জার্মান সম্প্রীতিন(বিজিএস) নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিয়েপ কার্যক্রম ও প্রকল্প সমন্বয়কারী) মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল ইসলঅম চৌধুরী খোকা, উদয়-টাঙ্গাইলের নির্বাহী পরিচালক মি. দে সুধির চন্দ্র, বিজিএস’র প্রোগ্রাম ম্যানেজার মি. পাইংশেউ মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের(পিকেএসএফ) সিয়েপ(siep) প্রকল্পের আওতায় বিজিএস’র ইলেকট্রিক্যাল ট্রেড সহ ১০টি ট্রেডের ১ হাজার ৪০জন প্রশিক্ষণার্থী এবং বিজিএস’র কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।