গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহরের দেওলায় অবস্থিত বাংলা-জার্মান সম্প্রীতি পরিচালিত ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ৩০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে শনিবার(২৬ ডিসেম্বর) সকালে সনদপত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর সাধারণ সম্পাদক এম আনিসুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ বিএম খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক শামছুল আলম চৌধুরী খোকা।
অতিথিরা বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিভিন্ন উপদেশমূলক কথা বলেন এবং সৎ ও নিষ্ঠার সাথে তাদের কর্মজীবন শুরুর আহ্বান জানান।
প্রকাশ, অনুষ্ঠানে ৬টি ট্রেড (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোটিভ, ওয়েল্ডিং, মেশিনিষ্ট ও টেইলারিং)-এর ১০০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরন করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের অধিকাংশ জনেরই বিভিন্ন ইন্ডাষ্ট্রিজে চাকুরি নিশ্চিত করা হয়েছে বলে বিজিএস সূত্রে জানাগেছে।