গণবিপ্লব রিপোর্টঃ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা গত ৯ নভেম্বর(সোমবার) অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা.সৈয়দ ইবনে সাইদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজয় দিবসের কর্মসূচি নির্ধারন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ষ্টেডিয়ামে শিশু-কিশোরদের শরীরচর্চা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন ইত্যাদি।