গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী গ্রামে সোমবার(৪ এপ্রিল) দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মাহফুজ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আসাদুল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার(৪ এপ্রিল) সকালে ধরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শিশুটি খেলা করছিল। এক পর্যায়ে সে পাশের দোকানে যাওয়ার সময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।