গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রোববার(৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা মিলনায়তনে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ উপলক্ষে ঢেউটিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সানোয়ারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপিসহ দলীয় নেতৃবৃন্দ।