গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার ৩টি ইউনিয়নের দেড় শতাধিক পরিবারে বিনামূল্যে সৌর বিদ্যুতের প্যানেল ও অন্যান্য সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। শনিবার(১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন প্রতিটি বাড়িতে গিয়ে ওই সৌরপ্যানেল বিতরন করেন।
টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে বিদ্যুৎ বঞ্চিত চরাঞ্চল হুগড়া, বাঘিল ও কাকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক পরিবারে ওই সৌরপ্যানেল বিতরন করা হয়। এ সময় তার সাথে ছিলেন, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা আ’লীগ সনেতা আকরাম হোসেন কিসলু, ছাত্রলীগ নেতা কাজী দোয়েল প্রমুখ।