বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে বন বিভাগকে না জানিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বিবিএ) সংযোগ সড়কের পাশ দিয়ে লাগানো প্রায় কোটি টাকা মূল্যের পরিপক্ক ও অপরিপক্ক গাছ গোপণে পানির দরে বিক্রি করেছে কর্তৃপক্ষ। ফলে সরকারের পাশাপাশি স্থানীয় অংশিদাররা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে অংশিদাররা বিবিএ’র কাছে আবেদন করেও কোন সুফল পায়নি।
জানাগেছে, বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে গাইড বাঁধের ঢালে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেনানিবাসের ফায়ার স্টেশন পর্যন্ত প্রায় তিন কিমি. এলাকায় স্থানীয়দের অংশিদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষে স্থানীয় ৪০ জন অংশিদারের সঙ্গে আধাআধি (৫০%+৫০%) ভিত্তিতে ১৯৯৮ সালের ২৪ মে বিবিএ’র চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় ৪০ জন অংশিদারের মধ্যে একটি দল গঠন করে দেয়া হয়। ভূঞাপুরের চরপাথাইলকান্দি গ্রামের মৃত কাশেম তালুকদারের ছেলে মো. আব্দুল হাই তালুকদারকে দলের সভাপতি ও একই গ্রামের মৃত ইয়াছিন আলী প্রামানিকের ছেলে আ. আওয়াল প্রামানিককে সাধারণ সম্পাদক করা হয়। চুক্তি অনুযায়ী গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণে বর্তমানে ওই গাছগুলোর অধিকাংশ প্রাপ্ত বয়স্ক বা পরিপক্ক এবং কর্তন উপযোগী হলেও অন্যগুলো অপরিপক্ক রয়েছে। এমতাবস্থায় বিবিএ’র বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের কতিপয় কর্মকর্তা দলের সভাপতি মো. আব্দুল হাই তালুকদার ও সাধারণ সম্পাদক আ. আওয়াল প্রামানিকের সাথে যোগসাজসে দলের অন্য সদস্যদের না জানিয়ে প্রায় কোটি টাকা মূল্যের গাছগুলো পানির দামে বিক্রি করে দেয়। সম্প্রতি দলের সভাপতি মো. আব্দুল হাই তালুকদার ও সাধারণ সম্পাদক আ. আওয়াল প্রামানিক প্রায় কোটি টাকা মূল্যের ওই গাছগুলো মাত্র ২৭ লাখ ৩০০ টাকায় বিবিএ’র কাছ থেকে কিনে নেয়। তারা বর্তমানে বন বিভাগের অগোচরে অপরিপক্ক গাছ সহ সবগুলো গাছ অনিয়মতান্ত্রিকভাবে কেটে ফেলছে। ফলে একদিকে স্থানীয় পর্যায়ে পরিবেশের মারাতœক ক্ষতি হচ্ছে, অপরদিকে সরকার যেমন পর্যাপ্ত রাজস্ব হারাচ্ছে তেমনি অংশিদাররা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আ. জলিল প্রধান, আ. রাজ্জাক, মো. ছবদের আলী, মো. তোতা মিয়া সহ ২৬ জন অংশিদার(উপকারভোগী) বিবিএ’র পরিচালক(প্রশাসন)-এর কাছে গত ১১ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দিলেও কোন সুফল পায়নি।
বিবিএ’র বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন মিয়া জানান, বন বিভাগের সরকারি মূল্যের চেয়ে গাছগুলোর বেশি দাম ধরা হয়েছে বলেই তাদেরকে(বন বিভাগ) জানানোর প্রয়োজন হয়নি। তাছাড়া সেতু কর্তৃপক্ষের ভূমিতে সিদ্ধান্ত নেবে শুধু সেতু কর্তৃপক্ষ। অংশিদারদের একটি অভিযোগ বিবিএ’র প্রধান কার্যালয়ে দেয়া হয়েছে সে বিষয়ে বিবিএ এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।
টাঙ্গাইলের বিভাগীয় বন সংরক্ষক(ডিএফও) মো. মাসুদ রানা জানান, যে কোন গাছ কাটতে বন বিভাগের পূর্বানুমতির প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু সেতু এলাকার গাছ কাটার বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। কেউ অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।