টাঙ্গাইল ২৮ ফেব্রুয়ারি : মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলে সেলাই মেশিন, সকল ইউনিয়নের চকিদারদের মাঝে বাই-সাইকেল, টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়া সামগ্রী এবং বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ পরিষদের উদ্যোগে উপজেলার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর আসরেন এমপি ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।
অনুষ্ঠানে ৩৬ টি সেলাই মেশিন, ইউনিয়নের চকিদারদের মাঝে ২৪টি বাই-সাইকেল, ৬০টি টিউবওয়েল, ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ বেঞ্চ, ক্রীড়া সামগ্রী এবং ৬০টি বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়।