গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সেলিম সিকদার ওরফে জিএস সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে রাজনৈতিক ফায়দা হাসিলের পায়তারা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জিএস সেলিম। রোববার(১০ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিএস সেলিম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ফায়দা হাসিলের জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে গত কয়েকদিন আগে কালু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে। আমাকে জড়িয়ে মাদক ব্যবসার অভিযোগ তুলে বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ পরিবেশ করা হয়। সংবাদে কালু মিয়া আমার সহযোগিতায় মির্জাপুরে মাদকের সা¤্রাজ্য চালাচ্ছে বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিও ষড়যন্ত্রমূলক। অথচ কালু মিয়ার মামলার এজাহারে আমার বিরুদ্ধে কোন অভিযোগ উল্লেখ ছিল না।
এর আগেও আমার এলাকায় এক চোরকে ধরে স্থানীয়রা গণধোলাই দেয়। এতে সেই চোর মারা যায়। ঐ সময় আমি ঢাকা থাকলেও সেই মামলায় আমাকে আসামী করা হয়। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তে আমার সম্পৃক্ততা না পাওয়ায় আমি সেই মামলা থেকে অব্যাহতি পাই। নিজ দলের কতিপয় রাজনৈতিক নেতার আক্রোশের শিকার হয়ে আমি নানাবিধ ষড়যন্ত্রের শিকার হচ্ছি। ষড়যন্ত্রকারীরা আমাকে বর্তমানে খান পরিবারের সমর্থক বানিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, আমি কোন দিন পরিবারভূক্ত রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আজও নেই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যার দিক নির্দেশনা মেনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন হওয়ায় আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে আমি আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামী যুবলীগের মান ক্ষুন্ন করায় দুঃখ প্রকাশ করছি।
এসময় তিনি সংশয় প্রকাশ করে বলেন, ভবিষ্যতে মির্জাপুরে (আমার মহল্লা-বাওয়ার কুমারজানী) কোন জঙ্গি ধরা পড়লে বা জঙ্গি সংশ্লিষ্ট কিছু ঘটলে তারা যে আমাকে সেখানে জড়াবেনা তার কোন নিশ্চয়তা আমি পাচ্ছি না। কারণ তারা একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে নোংরামির সর্বোচ্চ মাত্রায় দাঁড়িয়েছে। এতে আমি এবং আমার পবিবার চরম শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে আছি।
সংবাদ সম্মেলনে তিনি মির্জাপুরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং কেউ যদি সরকার দলীয় পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে থাকে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানান।