গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে রোববার(৩১ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইল সিভিল সার্জন ও ডেমিয়েশন ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘কুষ্ঠ জনিত বিকলাঙ্গ শিশু একটিও নয় আর’ স্লোগানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো সদর উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. আলাউদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়া বেগম প্রমুখ।