গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার(১৪ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের রেশন স্টোরের সামনে উপকরণগুলো বিতরণ করা হয়।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আছলাম খান, মডেল থানা এলাকার সহকারি পুলিশ সুপার ফালগুনী নন্দী, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফিরোজ খান প্রমুখ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে জেলার ২৬৫ জন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপকরণ বিতরণ করা হয়।