বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইলে সবত্র বোরো ধান কাটার ধুম চলছে। মাঠে-ময়দানের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে চাষীরা ক্ষেত থেকে পাকা ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় পাড় করছে। কিন্তু বাজারে ধানের দাম খুব কম। ন্যায্যমূল্য না পেয়ে চাষীরা হতাশ হয়ে পড়েছেন।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে (২০১৫-১৬) টাঙ্গাইলের বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ৬৬ হাজার ৬২১ হেক্টর জমিতে। আবাদ করা হয় এক লাখ ৬৮ হাজার ৭৬৯ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ১৪৮ হেক্টর বেশি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ ৩২ হাজার মেট্রিক টন।
সরেজমিনে টাঙ্গাইলের এনায়েতপুর, বৈল্যা, গালাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার চাষীরা ধান কাটছেন, মাড়াই করছেন এবং ধান তুলছেন। অনেকেই আবার ধান কেটেও ফেলেছেন।
বৈল্যা এলাকার চাষী ইকবাল হোসেন জানান, তিনি ২০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। এতে তার ২ লাখ টাকার খরচ হয়। তিনি ৪০০ মন ধান পাবেন বলে আশা করছেন। কিন্তু এতে তিনি লাভবান হবেন না। আবার লোকসানেও পড়বেন না। কি কারণে এমন অবস্থা জানতে চাইলে জানান, বাজারে ধানের দাম কম। ধানের ধান কম থাকায় চাষীরা লাভবান হচ্ছে না। কামলার দাম, পানির দাম, সারের দামসহ প্রয়োজনীয় সব কিছুরই দাম বেশি। শুধু ধানের দাম কম। ধানের মণপ্রতি ৫০০, কামলার দিনপ্রতি মজুরি ৫০০ টাকা।
প্রায় একই কথা বলেন কৃষক সেলিম, রহিম মিয়া, খায়রুল আলম অনেকেই। সেলিম জানান, তিনি ২ বিঘা জমিতে ধান চাষ করেছেন। ধানের কম থাকায় তাদের লোকসান হচ্ছে। ধানের দাম কম থাকায় এবার তিনি ধানের আবাদ কম করেছেন।
সরেজমিনে জানা যায়, কৃষকরা পানির দামের বিপরীতে বেশির ভাগ ক্ষেত্রে স্যালো মেশিন মালিককে উৎপাদনের এক চতুর্থাংশ পরিমাণ ধান দিয়ে দেন। এর পর রয়েছে, সার, বীজ ও কীটনাশক ইত্যাদির মূল্য। সব শেষে কামলার(ধান কাটার শ্রমিক) মজুরি প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ টাকা দিতে হয়। আর বাজারে ধানের দাম প্রতিমণ মাত্র ৫০০ টাকা। এতে লোকসান হচ্ছে। এ অবস্থার পরিবর্তন না হলে কৃষকরা বোরো আবাদের পরিবর্তে শাক-সবজি চাষে ঝুকে পড়বে।