গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি সংগঠন ব্র্যাক শিক্ষা কর্মসূচির(পেইস) উদ্যোগে মঙ্গলবার(২৪ নভেম্বর) ছাত্রবন্ধু মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মুনীর হুসাইন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আাইসিটি) মুনিরা সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার ও ব্র্যাক শিক্ষা কর্মসূচি-পেইস’র আঞ্চলিক ব্যবস্থাপক শেখ শহীদুল আলম ।
উল্লেখ্য, ব্র্যাক শিক্ষা কর্মসূচির(পেইস) ছাত্রবন্ধু কার্যক্রমের ছাত্রবন্ধুরা স্বেচ্ছাসেবক হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাকে অব্যাহত রাখার জন্য বিষয়ভিত্তিক সমস্যার সমাধানসহ সার্বিক উন্নয়নের জন্য একজন বন্ধুর ভূমিকা পালন করে থাকে। এ ছাত্রবন্ধুদের সামাজিক স্বীকৃতির জন্যই ওই মিলন মেলায় আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার আয়োজন করা হয়।